ইয়াবা কারবারে জড়িত থাকার দায়ে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এই আদেশ দেন। দণ্ডিত মোহাম্মদ ইউসুফ (৩৯) কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং পুরাতন রেজিস্টার্ড ক্যাম্পের ‘ই’ ব্লকের বাসিন্দা। এ মামলার আরেক আসামি মো. সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে। অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ইউসুফ জামিনে গিয়ে পলাতক হয়েছেন।” মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ অগাস্ট নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কে একটি বাস...