
বাগেরহাট:বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রতিবাদসহ চারদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, মোহাম্মদ সাইফুল শেখ, মো. সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এস আলম গ্রুপ একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করে নেয়। এরপর থেকেই ব্যাংকটিকে ধ্বংস করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে কোন পরীক্ষা ও যাচাই-বাছাই ছাড়া অযোগ্য লোকদের নিয়োগ দেয়। ব্যাংক থেকে বিপুল অংকের টাকা বিদেশে পাচার করেন। অতিদ্রুত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদকে বিচারের আওতায় আনতে হবে।...