বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হল আজ রবিবার। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী মামুনুর রাশিদ ভেন্যু থেকে বেরিয়ে জানিয়েছেন, ‘‘আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ। গননার পর জানা যাবে কতজন ভোট দিয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ফল ঘোষণার সময় আছে।’’আরো পড়ুন:ভোট দেননি তামিমআ. লীগের ‘রাতের ভোটকেও হার মানিয়েছে’ বিসিবি নির্বাচন: রেদোয়ান আ. লীগের ‘রাতের ভোটকেও হার মানিয়েছে’ বিসিবি নির্বাচন: রেদোয়ান উত্তাপহীন গেল এবারের নির্বাচন। নির্বাচনে হেভিওয়েট অনেক প্রার্থী সরে যাওয়াতে ফাঁকা মাঠে গোল দিচ্ছেন অনেকে। জেলা-বিভাগ থেকে ১০ পরিচালকের ৮ জনই বলতে গেলে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরি থেকে কারা আসবেন, সেটিও আগেই মোটামুটি ঠিকঠাক। শুধু ক্যাটাগরি–৩ এর নির্বাচনে জাতীয়...