বিভিন্ন কাজের প্রবল চাপ থেকে সাময়িক বিরতি নিয়ে আধ্যাত্মিক শান্তির খোঁজে হিমালয়ে গিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তীর্থ যাত্রার ফাঁকে কখনও তিনি গঙ্গার ধারে ধ্যানে মগ্ন, কখনও আবার পথের ধারে পাথরের ওপর পাতা পেড়ে সাধারণ মানুষের মতোই সারছেন আহার।‘থালাইভা'র এই সফরের একাধিক ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণী সুপারস্টারের ঘনিষ্ঠ সূত্রে জানান, সম্প্রতি রজনীকান্ত হৃষীকেশের স্বামী দয়ানন্দ আশ্রমে যান এবং সেখানে স্বামী দয়ানন্দকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শোনা যাচ্ছে, আশ্রমে থাকাকালীন তিনি গঙ্গার তীরে ধ্যানও করেন এবং সন্ধ্যায় গঙ্গা আরতিতেও অংশ নেন। হৃষীকেশের পর প্রবীণ অভিনেতা দ্বারাহাটেও গিয়েছিলেন বলে জানা যায়। তার এই তীর্থযাত্রার বেশ কিছু ছবি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। একটি ছবিতে দেখা গেছে, তিনি সাদা পোশাকে পথের ধারে একটি পাথরের ওপর পাতা বা ‘পাত্তালে' রেখে খাবার খাচ্ছেন।...