ঢাকা:সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার মো. নুরুল হুদার পরিবারে এসেছে নতুন অতিথি। বাবার মৃত্যুর ১২ দিন পর আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে তার পুত্র সন্তান। এমন আনন্দক্ষণে তার স্বজনদের আবেগ যেন বাঁধ ভেঙেছে। নতুন প্রাণের আগমন সবাইকে আনন্দে ভাসালেও তারা ভুলতে পারছেন না হুদার স্মৃতি। বলছেন, সন্তান পৃথিবীর আলো দেখলেও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা বাবা দেখে যেতে পারলেন না তার নতুন উত্তরাধিকারীকে। গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। ২৪ সেপ্টেম্বর...