টানা প্রবল বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি ও সমতল অঞ্চলজুড়ে একযোগে বিপর্যয় দেখা দিয়েছে। রাজ্যের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাজুড়ে পাহাড়ধস, নদীভাঙন ও বন্যার দাপটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোর্সা, রায়ডাকসহ একাধিক নদীর পানি বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। ডুয়ার্সের বহু গ্রাম এখন কার্যত পানির নিচে। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। জেলা প্রশাসন সূত্রে খবর, রোববার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৭। কিন্তু সোমবার সকালে নতুন করে উদ্ধার হওয়া দেহগুলোর পর সেই সংখ্যা আরও বেড়েছে। প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রাথমিকভাবে সঠিক হিসেব পাওয়া যায়নি। এখন যেভাবে উদ্ধারকাজ এগোচ্ছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কার্সিয়ং জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, বেশ...