তিনি আরো বলেন, বিজ্ঞানীরা বিদেশে গিয়ে পাবলিকেশন করে শুধু নামের জন্য। দেশের উপকারে আসে- এমন প্রকাশনায় তাদের মনোযোগ কম। নীতি-নির্ধারকদের দুর্বলতা ও ইনস্টিটিউশনের সমন্বয়হীনতার কারণে বিজ্ঞানীদের গবেষণা সর্বস্তরে পৌঁছায় না। ব্যবসায়ীদের সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত না থেকে জনকল্যাণে গবেষণায় খরচ করার আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে অনেক অবকাঠামো...