গ্রি এসি টানা ১৯ বছর ধরে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃত এবং পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত। গ্রি এসি জিরো কার্বন নিঃসরণসহ পরিবেশের সুরক্ষায় ভূমিকা রাখে এবং ঘরের বাতাস থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে।প্রেস কনফারেন্সে ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফসার বলেন, গত দুই দশক ধরে গ্রি বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ১৮০টিরও বেশি দেশে প্রায় ৬০০ মিলিয়ন গ্রাহক গ্রি এসি ব্যবহার করছেন, যা গ্রি-র গুণগত মান ও গ্রাহকবান্ধব দামের প্রতীক।তিনি বলেন, গ্রি এসি পরিবেশের জন্য সবচেয়ে অনুকূল ও স্বাস্থ্যসম্মত এসি প্রযুক্তি ব্যবহার করে, যা ঘরের বাতাস বিশুদ্ধ রাখে।এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সামনে ‘গ্রি ফর্চুন অফারে’ অংশগ্রহণের নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের...