০৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে নিজের দোকানেই ‘ডাকাতির নাটক’ সাজিয়ে শেষ পর্যন্ত নিজেই পুলিশের জালে ধরা পড়লেন দোকানের মালিক শুভ দাস (৩৫)। ৫ লাখ টাকার চুক্তিতে তিন দুর্বৃত্তকে ভাড়া করে তিনি এই পুরো ঘটনাটিকে বাস্তব লুটের মতো উপস্থাপন করেন। অবশেষে পুলিশের তদন্তে বেরিয়ে এলো আসল ঘটনা। ঘটনা উৎঘাটনের জন্য ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, শহরের পশ্চিম দাশড়া এলাকার পান্ডব ভবনের নিচতলায় অবস্থিত ‘অভি অলংকার’-এ শনিবার (৪ অক্টোবর) রাতে ঘটে এই নাটকীয় ঘটনা। তদন্তে বেরিয়ে এসেছে, দোকান মালিক শুভ দাসই ছিলেন এই পরিকল্পনার মূল নায়ক। তিনি ৫ লাখ টাকার বিনিময়ে তিন যুবক সোহান, আমানত ও শরীফকে ভাড়া করেন “ছিনতাইকারীর চরিত্রে অভিনয়ের” জন্য। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...