কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে মিস ইনফরশেন বা ভুয়া তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধনী চূড়ান্ত করেছে ইসি। আরপিওতে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। আরও পড়ুননির্বাচনে পতিত সরকারের সিন্ডিকেট ভিন্নভাবে এআই ব্যবহার করবেভুয়া তথ্য প্রচার প্রতিরোধে জাতিসংঘের প্রতি আহ্বান বাংলাদেশের এআই বা ডিজিটালি মিস ইনফরমেশন ছড়ানো প্রতিরোধে ইসি মাছউদ বলেন, সাইবার সিকিউরিটি নিয়ে অনেকগুলো অ্যাক্ট আছে। আমরাও আরপিওতে একটা ঢুকিয়ে দিয়েছি। এআই দিয়ে বা ডিজিটালিভাবে ডিসইনফরমেশন-মিস ইনফরমেশন ঠেকাতে একটা শাস্তিমূলক প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। এটা নতুনভাবে সংযুক্ত করা হয়েছে।...