সব সময়ই জয়া আহসানের নতুন লুক নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। সম্প্রতি প্রকাশিত তর এক ফিউশন স্টাইলের সাজ আবারও চমকে দিয়েছে সবাইকে। মেজেন্টা রঙের ঝলমলে পোশাকে জয়া যেন আধুনিক রূপে ফিরে এসেছেন এক রাজকন্যার বেশে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে তার পরনে ছিল ঐতিহ্যবাহী বেনারসি ফেব্রিকের স্কার্ট, যার ওপরের অংশে ফুটে উঠেছে সূক্ষ্ম ফুলেল নকশা। স্কার্টটির মেজেন্টা আর সোনালি টোন যেন একসঙ্গে বয়ে এনেছে ঐতিহ্যের গাম্ভীর্য আর ফ্যাশনের উজ্জ্বলতা। এর সঙ্গে মিলিয়ে পরেছেন ডিপ-নেক ডিজাইনের ব্লাউজ, যা পুরো লুকটিতে এনে দিয়েছে সাহসী এক আধুনিক স্পর্শ। ব্লাউজের ওপরে লেয়ার হিসেবে হট পিংক রঙের কেপটি তার সাজে যুক্ত করেছে ফিউশন ফ্যাশনের নতুন মাত্রা। জয়ার এই ফিউশন লুককে আরও পূর্ণতা দিয়েছে জুয়েলারি। গলায় ভারী পাথরজড়ানো চোকার, হাতে চুড়ি আর আঙুলে আংটির ঝলক-সব মিলিয়ে যেন...