বাংলাদেশি টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুনত্ব নিয়ে এলো শাওমি রেডমি প্যাড ২। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ছাড়াও আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও দুর্দান্ত সাউন্ড সিস্টেম। গান শোনা, সিনেমা দেখা ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে দারুণ কার্যকরী এ ডিভাইসটি তাই টেকপ্রেমীদের নজর কাড়ছে খুব সহজেই। প্যাডটির ১১ ইঞ্চি সাইজের হাই রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফলে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা স্মুদ অভিজ্ঞতায় বিভিন্ন কনটেন্ট, ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেমও উপভোগ করতে পারবেন। শাওমি রেডমি প্যাড ২-এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর শক্তিশালী ৯০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার এই প্যাড একবার চার্জ দিয়ে সারাদিন নির্ভার হয়ে ব্যবহার করা যায়। ফলে দূরে ভ্রমণে হোক, কিংবা হোক দীর্ঘ সময়ের অনলাইন ক্লাস বা...