জুলাই সনদ বাস্তবায়নের পথে অগ্রগতি হচ্ছে, এটাই জাতির জন্য ভালো খবর এবং সুখের খবর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাতীয় ঐকমত্য কমিশনে নিজের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে শিশির মনির বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়নের পথে অগ্রগতি হচ্ছে, এটাই জাতির জন্য ভালো খবর এবং সুখের খবর। সবাই চেয়েছে জুলাই সনদ বাস্তবায়িত হোক এবং এরই ভিত্তিতে আগামীতে বাংলাদেশ যাত্রা শুরু করুক। এরই প্রেক্ষিতে রবিবারের (৫ অক্টোবর) আলোচনায় বাস্তবায়নের (জুলাই সনদ) ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সবাই মোটামুটি একটি কাছাকাছি চলে এসেছেন— একটি গণভোটের প্রয়োজন এবং এই গণভোটের প্রয়োজনীয়তার ক্ষেত্রে কী কী করা যায়— সে বিষয়ে অনেকে কাছাকাছি চলে এসেছে। এটি সবার জন্যই...