পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে অভিভাবকসহ সকলকেই এগিয়ে আসতে হবে। শিশুদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শিক্ষার্থী আল নাহিয়ান, বুশরা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ শিশু-কিশোররা উপস্থিত...