০৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপড়া দারুস সুন্নাহ আবাসিক কওমি মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেয়েকে ভাত খাইয়ে ফেরত আসার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন জামালউদ্দিন(৬২) নামের এক ইউপি সদস্য। নিহত জামালউদ্দিন উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র এবং বানিহালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মাদ্রাসাটির সামনে কুপিয়ে আহত করার পর স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান ইউপি সদস্য জামালউদ্দিন। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-নলচাপড়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে কছিম উদ্দিন ওরফে নওয়াব আলী(৬২) এবং মৃত মিরাশ উদ্দিনের...