বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল দেশের রাজনীতি ও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি ডাকসু নির্বাচনকে গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি ভালো উদ্যোগ এবং একটি শুভ সূচনা হিসেবে উল্লেখ করেছেন। তবে, তিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিতর্কবিহীন নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তারেক রহমান এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি মনে করি ডাকসু নির্বাচন গণতান্ত্রিক যাত্রার একটি ভালো উদ্যোগ। এটি ভালো সূচনা।’ তিনি নবনির্বাচিত এবং ভবিষ্যতে নির্বাচিত হতে যাওয়া সকল ছাত্র প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারেক রহমান বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অগ্রযাত্রা শুরু হলো, কিন্তু আমরা চাইছিলাম না যে এ নির্বাচন কোনো বিতর্কের মধ্যে...