ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং জিম্মি–বন্দী বিনিময় নিয়ে আজ মিসরে আলোচনায় বসবে সংশ্লিষ্ট পক্ষগুলো। আলোচনার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ভাষায়, এখনই পদক্ষেপ না নিলে গাজায় রক্তপাতের বন্যা বয়ে যাবে। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “সময় খুবই গুরুত্বপূর্ণ। না হলে রক্তের বন্যা বয়ে যাবে—যা কেউ দেখতে চায় না।” আলোচনা অনুষ্ঠিত হবে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে। এতে ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার। হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল-হাইয়া এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফও অংশ নেবেন। আজ সোমবার গাজায় ইসরায়েলি হামলার দুই বছর পূর্ণ হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন। হামাসও শুক্রবার জানিয়েছে, জীবিত ও...