প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার বিধান কোনো বাধা নয়, এটি কেবল আইনি বাধ্যবাধকতার কারণে রাখা হয়েছে। তিনি বলেন, "আমাদের নিয়ত পরিষ্কার। এটা শুধু আরপিও'র লিগ্যাল রিকোয়্যারমেন্ট। আইনটাকে অনার করার জন্য করা হয়েছে। ভুল বুঝবেন না—আমরা মিডিয়াকে অ্যাক্সেস দিতে চাই।"সোমবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে আয়োজিত সংলাপে গণমাধ্যম প্রতিনিধিদের এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী এই সংলাপে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা অংশ নেন।সিইসি সকলের আলোচনা শেষে বলেন, অনেক মূল্যবান পরামর্শ এসেছে। আমরা যতটুকু পারি আপনাদের পরামর্শ বিবেচনা করব। আপনাদেরকে আমরা সত্যিকারের পার্টনার হিসেবে পেতে চাই। জনগণের কাছে আমাদের বার্তা একমাত্র মিডিয়াই পৌঁছাবে। আপনারা ছাড়া কোনো উপায় নেই। আমরা মিডিয়াকে অ্যাক্সেস দিতে চাই। আমাদের নিয়তের মধ্যে...