২০২৫ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা শুরু হল আজ। এই পালায় প্রথমেই ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীদের নাম। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে সোমবার (৬ অক্টোবর) এক ঘোষণায় জানানো হয়, এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন, মেরি ই. ব্রানকো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। এই তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানের পেরিফ্যারাল ইমিউন টলারেন্স (শরীরের প্রান্তীয় অংশের রোগ প্রতিরোধ ক্ষমতা) বিষয়ে তাদের আবিস্কারের জন্য এবছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগে গতবছর (২০২৪ সাল) আরএনএর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণের গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্যে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুনকে। আজ থেকে ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হলো। বিভাগগুলো হলো- চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য,...