সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস ইউনিটগুলো। পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় আগুন লাগে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামে কারখানার আগুন লাগার তথ্য পেয়ে ১২টা ৪০ মিনিটের মধ্যে পৌঁছায় ইউনিট কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণের সময় আরও ৮ ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা কমলেও নিয়ন্ত্রণে আসেনি। পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পার্শ্ববর্তী একটি পোশাক কারখানা ও একটি পুকুর থেকে পানির...