এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশে। এই ম্যাচকে ঘিরে ভক্তরাও তাদের পছন্দের ফুটবলারদের আগমনের অপেক্ষায় রয়েছেন। প্রবাসী ফুটবলাররা আসবেন, মাঠ মাতাবেন এমনটাই প্রত্যাশা তাদের। ইতোমধ্যে হামজা চৌধুরী দেশে পা রেখেছেন আজ সোমবার (৬ অক্টোবর)। এখন অপেক্ষা শমিত সোমকে নিয়ে। হামজার এক দিন পর আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দেশে আসার কথা রয়েছে শমিতের। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন এই মিডফিল্ডার। কানাডা থেকে দেশে ফেরার পর জাতীয় দলের সঙ্গে মাত্র এক দিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি। এরপরই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবেন শমিত। প্রবাসী ফুটবলাররা দেশের ফুটবলকে আবারও প্রাণবন্ত করে তুলেছেন। তাদের নিয়ে নতুন কিরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন ভক্ত-সমর্থকরা। লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা...