নিজ দেশের খেতাব জিতে এবার মিস ইউনিভার্স-২০২৫ খেতাবও জিততে চান মারিয়াম মুহাম্মদ নামে সংযুক্ত আরব আমিরাতের এক শিক্ষার্থী। নিজেকে তিনি ‘নারীদের কণ্ঠস্বর’ হিসেবে উপস্থাপন করতে চান। খবরটি খালিজ টাইমসের উদ্ধৃতি দিয়ে দ্য নিউজ প্রকাশ করেছে। ২৬ বছর বয়সি ফ্যাশন শিক্ষার্থী মারিয়াম শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে কঠোর প্রক্রিয়ার পর সম্প্রতি মিস ইউনিভার্স ইউএই নির্বাচিত হন। তিনি আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবেন। মারিয়াম বলেন, ‘ইউএই আমাকে বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দিয়েছে। আমি এমন নারীদের জন্য কণ্ঠস্বর হতে চাই যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং প্রেরণাদায়ক। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি প্রভাবের ক্ষেত্রও।’ সিডনির বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করা মারিয়াম বর্তমানে ESMOD দুবাই-এ ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করছেন। একাডেমিয়া, শিল্প...