ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে প্রিসাইডিং অফিসারের অনুমতি নেওয়া এবং সরাসরি সম্প্রচার ও স্বল্প সময় অবস্থানে কড়াকড়ি আইনগত বাধ্যবাধকতার কারণে করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সমন্বয় রেখে সাংবাদিকদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্যও এমন বিধান রাখা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একথা বলেন তিনি। ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশ অবাধ করার পাশাপাশি সরাসরি সম্প্রচার ও ১০ মিনিটের বেশি অবস্থানের সুযোগ রেখে বিদ্যমান সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি তোলে টিভি মিডিয়ার প্রতিনিধিরা। সিইসি বলেন, ‘আপনারা আমাদের ভুল বুঝবেন না। এটা শুধু আরপিও লিগ্যাল রিকোয়ারমেন্ট। এটা শুধু ইনফর্ম করার ব্যাপার। প্র্যাকটিক্যাল কারণে এটা করা হয়েছে। আইনটাকে অনার করার জন্য করা হয়েছে। আমাদের নিয়ত পরিষ্কার। …গণমাধ্যম আমাদের সোর্স অব ইনফরমেশন।’ সকাল সাড়ে ১০টা থেকে তিন...