বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রতিবাদসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন- মোহাম্মদ সাইফুল শেখ, আব্দুস সালাম, মো. সারোয়ার হোসেন, নাহিয়ান ইসলাম, জুলফিকার আলী, মাওলানা রবিউল ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপ একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করে নেয়। এরপর থেকেই ব্যাংকটিকে ধ্বংস করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে কোনো নিয়োগ পরীক্ষা ও যাচাই বাছাই ছাড়াই অসৎ ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়। এছাড়া ব্যাংক থেকে বিপুল অংকের টাকা বিদেশে পাচার করেন। অতিদ্রুত এস আলম গ্রুপের মালিক...