ইসরাইলি কর্তৃপক্ষ গ্রীক নাগরিক ও আন্তর্জাতিক জলযান কর্মীদের সঙ্গে সোমবার (৬ অক্টোবর) সুইডিশ পরিবেশকর্মী গ্রীটা থানবার্গকে গ্রীসে পাঠাবে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। থানবার্গকে আটক করা হয়েছিল গাজা সেক্টরের দিকে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে, যা ইসরাইলের নাকাবন্দি অঞ্চলের অবরোধ ভেঙে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করছিল। ইসরাইলি মিডিয়ার খবর অনুযায়ী, ওই ফ্লাইটে মোট ১৬৫ জন কর্মী গ্রীসে পাঠানো হবে। এদের মধ্যে গ্রীক নাগরিকরাও আছেন যারা ফ্লোটিলায় অংশগ্রহণের জন্য আটক হয়েছিলেন। এর আগে, বুধবার ইসরাইলের নিরাপত্তা বাহিনী গাজায় যাওয়া এই সাহায্য জাহাজে অভিযান চালিয়ে ৪০০ এর বেশি কর্মী, সংসদ সদস্য ও আইনজীবীকে আটক করে। কিছু দিন আগে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ইতোমধ্যেই পাঠানো হয়েছে, তবে অন্যদের জন্য এখনো আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।আরও পড়ুনআরও পড়ুনহাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কী বললেন ভারতের পররাষ্ট্র...