তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্টে গায়িকা-অভিনেত্রী হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নিয়েছিলেন মালয়েশিয়ান গায়িকা-অভিনেত্রী দুই বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি। গত শনিবার (৪ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে তাদের ফেরত পাঠায় ইসরায়েল। তারা ইসরায়েলি বাহিনীর আচরণকে ‘নৃশংস’ ও ‘নির্মম’ বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি হামলা ও আটকের শিকার হওয়া মানবিক সহায়তা ফ্লোটিলার কর্মীদের বহনকারী একটি বিমান গত শনিবার ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে ৩৬ জন তুর্কি এবং ২৩ জন মালয়েশিয়ান নাগরিকসহ মোট ১৩৭ জন যাত্রী ছিলেন। ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পাঠানোর পর, এই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইস্তাম্বুল ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে তারা সাক্ষী হিসেবে কৌঁসুলিদের কাছে জবানবন্দি দেন।আরো পড়ুন:কক্সবাজারের পানিতে নামলেই শরীর চুলকায়: নায়লা নাঈমপ্রেম-বিয়ে-পরকীয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে:...