জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। আইনগত জটিলতা না থাকলেও শাপলা প্রতীক না দেওয়া একধরনের স্বেচ্ছাচারিতা। শাপলা প্রতীক না দেওয়া ক্ষমতার অপব্যবহার বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরের একটি রেস্তোরায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন সারজিস আলম। এনসিপি নেতা সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী নির্বাচনের দিকে যেতে হবে। এটা অভ্যুত্থানের একটি অপরিহার্য দাবি। এটি পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। আমরা বিশ্বাস করি, জুলাই সনদ ও নির্বাচন মুখোমুখি দাঁড়াবে না। তিনি আরও বলেন, আগামী দুই মাসের সাংগঠনিক রোডম্যাপ ও সব সাংগঠনিক নির্দেশনা নেতাকর্মীদের মাঝে তুলে ধরতে জেলা শহরগুলোতে...