ঢাকা: গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই বছরব্যাপী ভয়াবহ সামরিক অভিযান ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি ধ্বংস করেছে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমরা রাজি হই বা না হই, সম্প্রতি দেখা যাচ্ছে—যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরও অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার ঘোষণা দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট হয়ে উঠছে।”তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রেসিডেন্ট এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং ইসরায়েলকে বোঝাতে চেয়েছেন—তারা স্বীকার করুক আর না করুক, গত দুই বছরের যুদ্ধ তাদের যে নেতিবাচক আন্তর্জাতিক ভাবমূর্তি তৈরি করেছে, তা তারা উপেক্ষা করতে পারবে না।”২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে...