ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, বাংলাদেশের ভূমি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খাসমহাল। খাসমহাল ব্যক্তি মালিকানার আওতার বাইরে। এই ভূমি সাধারণত জনস্বার্থে ব্যবহৃত হয়। যেমন- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আবাসন, ও উন্নয়নমূলক কাজে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, খাসমহলের অনেক অংশ দখল, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে রাষ্ট্রীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে। খাসমহালভুক্ত লিজকৃত ও হস্তান্তরকৃত জমি সংক্রান্ত প্রশাসনিক, আইনি ও কারিগরি নানা জটিলতায় এসব জমি ব্যবস্থাপনা প্রায়ই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই খাসমহাল সুরক্ষা এখন সময়ের দাবি। সোমবার (৬ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে খাসমহাল সুরক্ষা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, খাসমহাল রাষ্ট্রীয় সম্পদের অংশ। এই ভূমি দরিদ্র, ভূমিহীনদের মধ্যে বণ্টন, সরকারি প্রতিষ্ঠান স্থাপন, ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অপরিহার্য। এটি ভূমি সংস্কার ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায়ও...