০৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শুধু সেক্যুলার শিক্ষা মানুষকে নৈতিক চরিত্র দিতে পারে না, বরং ইসলামের সুশিক্ষা ছাড়া এমন শিক্ষাব্যবস্থা ‘পশু তৈরি করছে, মানুষ নয়’, যার প্রমাণ আবরারের নির্মম হত্যা। সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। মিয়া গোলাম পরওয়ার বলেন, আবরার ফাহাদ কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিল না, সে ছিল একজন দেশপ্রেমিক মেধাবী ছাত্র। তিস্তার পানি, ফেনী নদী,...