আরো পড়ুন :বিশ্ব শিক্ষক দিবসে এক ব্যক্তিগত স্মৃতিচারণ ও দর্শন অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা করার দাবি জানিয়েছি। উৎসব ভাতাও ৭৫ শতাংশে উন্নীত করতে হবে। সরকারের প্রস্তাব আমাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক। তাই আমরা ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, মন্ত্রণালয় কেনো চারটি স্লটে প্রস্তাব পাঠালো তার জবাব আমরা পাইনি। আমাদের এক দফা দাবি, বাড়িভাড়া ন্যূনতম ২০ শতাংশ করতে হবে। নতুন প্রস্তাবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব থাকলেও শিক্ষকদের ক্ষেত্রে সেই প্রস্তাব নেই বলে অভিযোগ তুলেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে তারা জানিয়েছেন, আপাতত তাদের মূল দাবি বাড়িভাড়া ২০ শতাংশে উন্নীত করা। বেসরকারি স্কুল,...