বিষয়টি নিশ্চিত বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। এ ঘটনায় নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া মহল্লার মৃত. অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা গ্রামের ইদু প্রামানিকের ছেলে অটোরিকশাচালক মুনছের প্রামানিক ও একই গ্রামের নওফেল হোসেনের ছেলে নয়ন ইসলাম (২৭)। এ ছাড়াও আহত দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস...