ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মোগওয়ে সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা বাংলাদেশ ও বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রফেসর ইউনূস মিসেস মোগওয়েকে তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং দেশের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘‘গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আমি অনেক আন্তর্জাতিক মানবাধিকারকর্মীর সঙ্গে দেখা করেছি। দেশ যখন একটি সংকটময় সময় এগিয়ে আসছে, তখন আমি তাদের সবাইকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছি।’’ প্রফেসর ইউনূস বলেন, ‘‘প্রতিটি সফর অবহেলিত বিষয়গুলো তুলে ধরতে সহায়তা করে এবং আমাদের লক্ষ্য নির্ধারণ করতে বাধ্য করে।’’ তিনি তার প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথাও বলেন এবং ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রতি...