লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণের মধ্যে ছিল— প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল। পাশাপাশি তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, ঘূর্ণিঝড়ে তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হলেও প্রশাসনের দ্রুত সহযোগিতায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সর্বদা রয়েছে। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ধাপে ধাপে সহায়তার...