জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নৈশপ্রহরী দায়িত্বে থাকার পরও প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। বিভিন্ন নথিপত্র রাখা ৫টি আলমারীর তালা ভেঙে ফেলা হয়েছে। তবে কি কি চুরি হয়েছে তার হিসেব এখনও জানা যায়নি। এ বিষয়ে সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. মহসীন উদ্দিন আহমেদ জানান, “তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। অফিসে সিসিটিভি লাগানো আছে এবং দায়িত্বরত প্রহরীও ছিলেন। তার পরও কিভাবে চোর ভিতরে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখা হবে। তবে কি কি চুরি হয়েছে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” তিনি আরও বলেন, “চোরেরা অফিসের ভিতরে থাকা পাঁচটি আলমারির তালা ভেঙে ফেলে। কোন নথিপত্র নিয়েছে কিনা...