প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলেদের জন্য সরকারের বিশেষ খাদ্য সহায়তা “ভিজিএফ চাল বিতরণ” কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা যাতে কষ্টে না পড়ে, সেই লক্ষ্যেই সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। এই সহায়তা জেলেপরিবারে স্বস্তি আনবে।” তিনি আরও বলেন, “চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রশাসন নিশ্চিত করবে, প্রকৃত জেলেরা যেন তাদের প্রাপ্য সহায়তা পান।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। পরিসংখ্যান...