সাহসী উপস্থিতি আর খোলামেলা ভাবনায় বহুদিন ধরেই আলোচনায় মডেল নায়লা নাঈম। কখনো বিজ্ঞাপনচিত্রে, কখনো সিনেমার আইটেম গানে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের খোলামেলা মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে থেকেছেন। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন নায়লা। এতে তিনি জানিয়েছেন, কক্সবাজারের সমুদ্রের জলে নামলে তার শরীর চুলকায়।আরো পড়ুন:প্রেম-বিয়ে-পরকীয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে: রুনা খানপোশাক নিয়ে ফের কুরুচিকর মন্তব্যের শিকার রুনা প্রেম-বিয়ে-পরকীয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে: রুনা খান নায়লার ভাষায়, “জীবনে কমপক্ষে ৫০ বার কক্সবাজার গিয়েছি শুটিং বা ঘুরতে। কিন্তু পানিতে নামা হয়েছে হাতে গোনা তিন-চারবার। প্রথমত, ভিড় এত বেশি যে নামতে ইচ্ছে করে না। দ্বিতীয়ত, নামলেই কিছুক্ষণের মধ্যে শরীর চুলকাতে শুরু করে। অথচ দেশের বাইরে গেলে যেকোনো সমুদ্রসৈকতে নামতে আমি ভীষণ পছন্দ করি।” নায়লা নাঈম প্রথম আলোচনায়...