আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় বগুড়া-২ (শিবগঞ্জ)। আসনটি বহুদিন ধরেই ‘বিএনপির ঘাঁটি’ হিসেবে পরিচিত। কিন্তু এবার সেই দুর্গে ধাক্কা দিতে মাঠে নেমেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতে ইসলামীর অভিজ্ঞ নেতা অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। আর মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে শুরু হয়েছে পাঁচ নেতার লড়াই। বগুড়ার উত্তর প্রান্তের এই আসনটি স্বাধীনতার পর থেকেই জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। এখানকার ভোটারদের রাজনৈতিক মনোভাব দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ধারার প্রতি ঝোঁকপ্রবণ। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাসিম উদ্দিন আহমেদ বিজয়ী হয়ে আসনের সূচনা করেন। কিন্তু মাত্র ছয় বছর পর ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আবুল হাসানাত চৌধুরী বিপুল ভোটে জয়ী হন, যা এই আসনে বিএনপির উত্থানের সূচনা করে। ১৯৮০-এর দশকে সামরিক শাসন, রাজনৈতিক...