বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ বা ভূমিকা তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান। তারেক রহমান বলেন, “খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। গণতান্ত্রিক অধিকার সীমিত হলে প্রতিবারই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে বর্তমানে তিনি অসুস্থ এবং মিথ্যা মামলায় কারাবাস ও চিকিৎসাবঞ্চনার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে যদি খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম হন, তবে তিনি অবশ্যই কিছু না কিছু ভূমিকা রাখবেন। তবে বর্তমানে বলা যাচ্ছে না, তিনি প্রার্থী হিসেবে অংশ নেবেন কি না। ” বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, “রাজনীতি...