গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনিক ও আইনি সহায়তার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো চুক্তি করবে। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী ওমর ফারুক খান বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ১২টি আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকটি ব্যাংক নেতৃত্ব দেবে, অন্য ব্যাংকগুলো তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।...