রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম ও সিনিয়র অফিসার রিয়াদ মাহমুদ। দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ১৬ অক্টোবর ধার্য করেছেন বিচারক। নথি থেকে জানা গেছে, গত জানুয়ারি মাসে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক ছয় মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন...