১. চালু রাখবেন না বা বারবার অন করার চেষ্টা করবেন না। এতে শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ড পুড়ে যেতে পারে।২. হেয়ার ড্রায়ার বা হিটার ব্যবহার করবেন না। গরম বাতাসে ল্যাপটপের ইলেকট্রনিক অংশ নষ্ট হতে পারে।৩. ল্যাপটপ ঝাঁকাবেন না। এতে পানি আরও ভেতরে ঢুকে পড়তে পারে।৪. নিজে খুলে দেখবেন না। ইউটিউব দেখে নিজে খুলতে গেলে উল্টো বেশি ক্ষতি হতে পারে। ১. সঙ্গে সঙ্গে শাটডাউন করুন। ল্যাপটপ চালু থাকলে বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন।২. ব্যাটারি খুলে ফেলুন (যদি সম্ভব হয়)। পুরনো মডেলের ল্যাপটপে ব্যাটারি খুলে নেওয়া নিরাপদ।৩. সব ডিভাইস খুলে ফেলুন। ইউএসবি, মাউস, চার্জার বা হেডফোন—যা-ই লাগানো থাকুক, খুলে ফেলুন।৪. ল্যাপটপ উল্টো করে রাখুন। স্ক্রিন খুলে কিবোর্ড নিচের দিকে রেখে ইংরেজি “V” আকৃতিতে রাখুন, যাতে পানি বের হয়ে যায়।৫. শুকনো কাপড়ে মুছে...