কফি পানীয় হিসেবে ব্যবহার হয়ে আসছে কয়েকশ বছর ধরে। ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে অনেকের দিন শুরু হয়। এরপর সারাদিন কাজের ফাঁকে চলে আরও কয়েক প্রস্ত কফি খাওয়া। পাশ্চাত্যের মানুষের এই অভ্যাস ভালোই রপ্ত করেছে বাঙালি। বাড়িতে নিজে কফি বানিয়ে খেলেও অনেকেই রেস্তোরাঁ বা কফি শপে বন্ধুদের আড্ডায় কফি খান। তবে এক কাপ কফির দাম কতই হবে, ৪০০-৬০০টাকা। এসপ্রেসো, আমেরিকানো, ল্যাটে, ক্যাপাচিনো, মোকা, আইসড কফি কিংবা ব্ল্যাক কফি রেসিপি, স্থান এবং রেস্তোরাঁ ভেদে দামের কিছুটা তারতম্য আছে। তবে এক কাপ কফি খেতে লাখ টাকা কজন খরচ করতে পারবেন। অনেকেই কিন্তু পারবে, পারে। কফিপ্রেমীরা লাখ টাকার এই কফির স্বাদ নিতে লাখ টাকা খরচ করে নিজের দেশ থেকে অন্য দেশেও যান। আচ্ছা, ঘটনা এখানেই শেষ নয়। এই লাখ টাকার কফি আবার...