যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী বছর তার ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে একটি ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) ফাইট। ভার্জিনিয়ার নরফোকে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আগামী বছর ১৪ জুন আমরা হোয়াইট হাউসে একটি বড় ইউএফসি ফাইট আয়োজন করব, সরাসরি হোয়াইট হাউসের প্রাঙ্গণে।’ ১৪ জুনই ট্রাম্পের জন্মদিন, যদিও বক্তৃতায় তিনি বিষয়টি উল্লেখ করেননি। আগামী বছর সেই দিনটি হবে তার ৮০তম জন্মদিন। এর আগে নিজের ৭৯তম জন্মদিনে ট্রাম্প আয়োজন করেছিলেন একটি সামরিক প্যারেড, যা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয়। গত আগস্টে ইউএফসির প্রেসিডেন্ট ডানা হোয়াইট ঘোষণা করেছিলেন, আগামী বছরের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে হোয়াইট হাউসে এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) ফাইট অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্পের নতুন ঘোষণায় সেই সূচি এগিয়ে আসছে ১৪ জুনে। ট্রাম্প দীর্ঘদিন...