দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিজ দেহের অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতি না করে জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়—এই জটিল প্রক্রিয়ার রহস্য উদঘাটনের স্বীকৃতিতে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন গবেষক। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এবারের নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের বিজ্ঞানী সিমন সাকাগুচির নাম। তারা তিনজন মিলে দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার এমন এক প্রক্রিয়া উদঘাটন করেছেন, যার মাধ্যমে দেহ নিজের টিস্যুকে ক্ষতিগ্রস্ত না করে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই গবেষণা ভবিষ্যতে অটোইমিউন রোগ এবং ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নোবেল কমিটি জানিয়েছে, পুরস্কারের অর্থমূল্য বাবদ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন তিনজন বিজ্ঞানী। এর আগে গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ভিক্টর...