ইসরায়েলি আগ্রাসনে পর্যুদস্ত ফিলিস্তিনিদের জন্য গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের আটকের পর ভয়াবহ নির্যাতন চালিয়েছে দখলদার সেনারা। আটক অবস্থায় মারধর তো করা হয়েছেই; কয়েকদিন ধরে কোনো খাবার দেওয়া হয়নি তাদেরকে। বাধ্য হয়ে টয়লেটের পানি পর্যন্ত পান করতে হয়েছে তাদের। ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর নিজেদের ওপর হওয়া ভয়ংকর নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে ভয়াবহ সেই নির্যাতনের বর্ণনা তুলে ধরেছে আল জাজিরা। অধিকারকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হাতে বন্দি থাকাবস্থায় হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে তাদেরকে। তাদের মারধর করা হয়েছে এবং কয়েকদিন ধরে তারা কিছু খেতে পাননি। এমনকি তারা টয়লেটের পানি খেতে বাধ্য হয়েছেন। গত ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী...