ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমাবর্ষণ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা সিটি ও আশপাশের বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর দ্য গার্ডিয়ান।এদিকে, গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যে নতুন শান্তি পরিকল্পনা পেশ করেছেন, তাতে প্রাথমিক সম্মতি জানিয়েছে গাজা শাসনকারী গোষ্ঠী হামাস। এই প্রস্তাবের বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার থেকে মিসরের রাজধানী কায়রোতে বৈঠক শুরু হয়েছে।মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যেই রোববার কায়রোতে পৌঁছেছেন ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী তিন দেশ—যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রতিনিধি দল। তবে শান্তি উদ্যোগ চলতে থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ থেমে নেই।এক বিবৃতিতে ইসরায়েরের...