পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয় বলে উল্লেখ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ শীর্ষক বিশ্ববসতি দিবস-২০২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন, বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আদিলুর রহমান খান বলেন, শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, অপরিকল্পিত নগরায়ণের নেতিবাচক প্রভাব এখন দেশের প্রায় সব শহরেই দেখা যাচ্ছে। খুলনা ও বরিশালের মতো উপকূলীয় শহরগুলো জলবায়ু পরিবর্তনের অভিঘাতে গভীর সংকটে পড়েছে। ক্রমবর্ধমান জলাবদ্ধতা ও লবণাক্ততা কৃষি, জনজীবন এবং নগর অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে, যা দীর্ঘমেয়াদে নগর উন্নয়নের পথে বড় বাধা। এ পরিস্থিতি মোকাবিলায় একটি পরিকল্পিত...