অভিনয়ে যেমন দক্ষ, তেমনি খোলামেলা কথার জন্যও আলোচনায় থাকেন অভিনেত্রী রুনা খান। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে মডেলিং, নাটক ও ওয়েব প্ল্যাটফর্মে সমানভাবে সক্রিয় থেকেছেন। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেমন অভিনয়ে পরিণত হয়েছেন, তেমনি ভক্তদেরও চমকে দেন নিজের উপস্থিতি আর সাহসী বক্তব্যের মাধ্যমে। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন রুনা খান। এ অভিনেত্রী বলেন, “২০০৫ থেকে ২০২৫—এই বিশ বছরে যেসব কাজের প্রস্তাব পেয়েছি, তার মধ্যে যেগুলো ভালো লেগেছে, শুধু সেগুলোই করেছি। কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে কাজ নেওয়ার প্রয়োজন হয়নি কখনো। অথচ আমার অনেক সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে প্রেম-বিয়ে কিংবা পরকীয়ার মতো ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে। যত দিন পরিচালকের সঙ্গে সম্পর্ক থাকে, তত দিন কাজ মেলে; সম্পর্ক শেষ হলে এক শটের কাজও মেলে না।”আরো পড়ুন:কক্সবাজারের পানিতে নামলেই শরীর...