‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্যে করবো কাজ’— এ প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের কথা আগে শুনুন। তারপর শিশুদের বলার মধ্যে ভালো ও মন্দ দিক দুটোই বলুন। তখন শিশু তার কথা বলার মধ্যে ভালো খারাপটা বুঝতে পারবে। শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে তাদের অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে। জেলা প্রশাসক বলেন, যারা পথশিশু রয়েছে তাদের নিয়েও আমাদের প্রোগ্রাম করা উচিত। অনেক শিশু রয়েছে যারা লেখা-পড়া ও খেলাধুলা...